Logo

হাদির জানাজায় অংশ নিতে মেট্রোরেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৪
3Shares
হাদির জানাজায় অংশ নিতে মেট্রোরেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

বিজ্ঞাপন

সকাল থেকেই দলবদ্ধভাবে নগরবাসী মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য মানুষ হাদির শেষ বিদায়ে অংশ নিতে রাজধানীতে ছুটে এসেছেন।

রাজশাহী থেকে আসা জুলাই যোদ্ধা মনজুর হোসেন জানান, তিনি শুক্রবার রাতে রাজশাহী থেকে মিরপুরে মামার বাসায় ওঠেন। শনিবার সকালে মেট্রোরেলে রওনা দিলেও অতিরিক্ত ভিড়ের কারণে এখনও ট্রেনে উঠতে পারেননি। নির্ধারিত সময়ে জানাজায় পৌঁছাতে পারবেন কি না—সে নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে মানিকগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী রুবেল হোসেন বলেন, শুধু জানাজায় অংশ নিতেই গত রাতে মিরপুরের শেওড়াপাড়ায় আত্মীয়ের বাসায় উঠেছি। এমন একজন দেশপ্রেমিক মানুষের জানাজায় অংশ নিতে পারাটাও ভাগ্যের ব্যাপার। তবে মেট্রো পাস না থাকায় ভিড়ের কারণে জানাজায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি।

মেট্রোরেলে ভিড় সামাল দিতে না পেরে অনেকেই পায়ে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে জানাজাকে ঘিরে রাজধানীতে মানুষের ঢল আরও বাড়ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD