শাহবাগে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে হাদির হত্যার বিচারের দাবিতে শপথ পড়ানো হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ ডাকসুর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করে। বাদ জুম্মা লোকে লোকারণ্য হয়ে যায় শাহবাগ। এ সময় শাহবাগের মঞ্চ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাদ জুমা শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ দুপুর ২ টার দিকে দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ সময় দলটির পক্ষ থেকে জানানো হয় যে, অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করবে এনসিপি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।
সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ৷








