শাহবাগে জুমার নামাজ আদায় করলেন ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শাহবাগে অবস্থান করছেন ছাত্র-জনতা। এ সময় তারা সেখানে জুমার নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এ চিত্র দেখা গেছে।
এর আগে, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতভর শাহবাগ অবরোধ করেছেন ছাত্র-জনতা। রাতভর তারা মোড়ে অবস্থানের পর সেখানে ফজরের নামাজ আদায় করেছেন। ভোরে শাহবাগ মোড়ে এ চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
জানা যায়, ফজরের আজানের সময় ছাত্র-জনতা শাহবাগ মোড়ে ফজরের আজান দেন। এরপর তারা সেখানেই ফজরের নামাজ আদায় করেন। ফজর নামাজের পরও তারা মোড়টিতে অবস্থান করতে থাকেন।
এর আগে, আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাত ১১টা ৩০মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।








