Logo

স্লোগানে স্লোগানে প্রকম্পিত মানিক মিয়া এভিনিউ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৪
6Shares
স্লোগানে স্লোগানে প্রকম্পিত মানিক মিয়া এভিনিউ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হতে এখনও প্রায় দুই ঘণ্টা বাকি। তবুও সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে ঢল নামতে শুরু করেছে মানুষের। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় হাদির জানাজার সময় নির্ধারিত রয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া খবরে দেখা যায়, মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখনও দলে দলে হাজারো মানুষ মিছিল নিয়ে জানাজাস্থলে প্রবেশ করছেন।

জানাজাস্থলে অংশ নিতে আসা মানুষের মুখে মুখে ধ্বনিত হচ্ছে নানা স্লোগান—“আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”,“আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই”, “তুমি কে আমি কে, হাদি হাদি।”

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাদির জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে আসা জুন্নাতুর রহমান বলেন, “হাদিকে ভাই কে গুলি করার খবর শোনার পর থেকেই আমার কিছুই ভালো লাগছে না । আরও তার মৃত্যুর খবর পাওয়ার পর আমি ঘুমাতে পারছিনা। আর হাদি ভাইয়ের জানাজায় অংশ নিতে সকাল সকাল চলে এসেছি । আল্লাহ যেন আমার ভাই জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

বরিশাল থেকে আসা বাকি বিল্লাহ বলেন, হাদি ভাইয়ের যায়গায় আল্লাহ আমাকে কেন নিল না কানতে কানতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জানাজায় শরিক হতে আগেই অজু করে প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। কেউ সিটি করপোরেশনের রাখা পানি ঢেলে আবার কেউ নিজের খাবারের জন্য কেনা পানিতে পবিত্রতা অর্জন করছেন।

মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশপথ খেজুর তলায় বাঁশের ব্যারিকেড দিয়ে সবাইকে তল্লাশি করে তারপর ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD