Logo

শহীদ হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩১
6Shares
শহীদ হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত বিস্তৃত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।

হাতে জাতীয় পতাকা ও মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজাস্থলে প্রবেশের জন্য নির্ধারিত ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে ভেতরে ঢোকানো হচ্ছে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলামটর থেকে জানাজায় অংশ নিতে আসা মহোন লাল বলেন, “জানাযায় এতো মানুষ হয় এটা আমি এবার প্রথম দেখলাম”

বিজ্ঞাপন

জানাজার নামাজের কাতারে দাঁড়ানো সুজন নামে এক ব্যক্তি বলেন, ওসমান হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। তিনি বলেন সারাদিন দাঁড়ানো লাগলেও আমরা অপেক্ষা করতে প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো। এখন সেই সুযোগ পাচ্ছি না, এটিই আমার দুঃখ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD