‘জানাজার আগে তার শেষ ঠিকানাটা একনজর দেখে যেতে চাই’

গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শেষে তাকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।
বিজ্ঞাপন
এই খবরে শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ওই সমাধিস্থলের আশপাশে মানুষের ভিড় বাড়তে থাকে।
সকাল থেকেই সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সমাধিস্থলের বাইরে জড়ো হন। ভেতরে দাফনের প্রস্তুতি চললেও নিরাপত্তাজনিত কারণে মূল ফটক বন্ধ রাখা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না।
আরও পড়ুন: ওসমান হাদির জানাজা আজ কখন কোথায়
বিজ্ঞাপন
সমাধিস্থলের বাইরে অপেক্ষমাণদের একজন মালিবাগ থেকে আসা জান্নাতুর রহমান। তিনি বলেন, “ওসমান হাদির মৃত্যুতে সারা দেশ শোকাহত। জানাজায় অংশ নিতে বের হয়েছি। কিন্তু দাফনের সময় মানুষের চাপ এত বেশি হবে যে হয়তো ভেতরে ঢোকা সম্ভব হবে না। তাই জানাজার আগে তার শেষ ঠিকানাটা একবার দেখে যেতে এসেছি। আমার মতো আরও অনেকেই এখানে এসেছেন।”
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জানান, নিরাপত্তা নিশ্চিত করতেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে শত শত মানুষ অপেক্ষা করলেও নিয়ম অনুযায়ী সবাইকে বাইরে থাকতে বলা হয়েছে।
এদিকে শাহবাগ মোড়েও সকাল থেকেই জনসমাগম বাড়তে থাকে। ছোট ছোট মিছিল নিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেখানে জড়ো হচ্ছেন। অনেকে আবার সেখান থেকে মানিক মিয়া এভিনিউয়ের দিকে যাত্রা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে ব্যাগ বা ভারী কোনো সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন এলাকা ও আশপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবারের অনুরোধে জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।








