Logo

এবার রাজধানীতে এক ব্যক্তিকে গুলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ২০:১৩
61Shares
এবার রাজধানীতে এক ব্যক্তিকে গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট সংলগ্ন নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত নাজিমুদ্দিন একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি জানান, বিকেলে নির্মাণকাজ তদারকির সময় ১০–১২ জন মুখোশধারী দুর্বৃত্ত সাইটে ঢুকে তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে একপাশে ঠেলে নিয়ে যায়। এ সময় ২–৩ জন তাকে ধরে রাখে এবং পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। গুলির পর দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটি নিয়ে গেছেন। পরে আহত অবস্থায় সহকর্মীরা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে। 

বিজ্ঞাপন

স্বজনরা জানান, নাজিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে নাখালপাড়ায় থাকেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD