মগবাজারে বোমা বিস্ফোরণ, নিহত এক যুবক

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সিয়াম।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মিডিয়া কর্মীদের আড্ডাস্থলের কাছাকাছি এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে বোমাটি নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সিয়াম গুরুতরভাবে আহত হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে, তবে প্রাথমিকভাবে নিহতের পুরো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে স্বজনদের মাধ্যমে তার নাম জানা যায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে কেউ বোমাটি নিক্ষেপ করেছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মুর্তজা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।








