Logo

মোটরসাইকেল অগ্নিসংযোগ মামলায় খালাস পেলেন ফখরুল-গয়েশ্বর-আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৮
6Shares
মোটরসাইকেল অগ্নিসংযোগ মামলায় খালাস পেলেন ফখরুল-গয়েশ্বর-আব্বাস
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস । ফাইল ছবি

ঢাকার শাহবাগ এলাকায় মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ খালাসের আদেশ দেন। বিষয়টি আদালতের পেশকার রিয়াজ চৌধুরী নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি হওয়ার কথা ছিল। তার এক দিন আগে ১১ ডিসেম্বর শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেইট সংলগ্ন এলাকায় আসামিরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১০ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে ফখরুল, গয়েশ্বর, আব্বাসসহ মোট ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD