Logo

“মানুষের নাড়িভুঁড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসানোর সংস্কৃতি না ফিরুক”

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১৭:২০
12Shares
“মানুষের নাড়িভুঁড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসানোর সংস্কৃতি না ফিরুক”
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অতীতে যে ভয়াবহ সময় পার হয়েছে, যেখানে মানুষের হাত-পা, নাড়িভুঁড়ি কেটে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হতো, সেই বর্বর সংস্কৃতি আর কখনো ফিরে আসুক, তা দেশের কোনো মানুষই চায় না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ এখন লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন দেশ। এই প্রজন্ম ন্যায়বিচার ও মানবিকতার বাংলাদেশ দেখতে চায়। আমরা চাই না গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি আবার ফিরে আসুক।”

তাজুল ইসলাম আরও বলেন, গত ১৫ বছরে র‍্যাব ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কিছু বিপথগামী সদস্য গোপন বন্দিশালায় ভিন্নমতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ অনেককে আটকে নির্যাতন করেছেন। এসব ঘটনায় বহু অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনায় ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, টিএফআই সেল ও জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) ব্যবহারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ র‍্যাব ও ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, “আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা অপরাধ করবেন বা আইন নিজের হাতে তুলে নেবেন, তাদের বিচার হবেই। ন্যায়বিচারের দাবি পূরণ করাই আমাদের লক্ষ্য।”

এর আগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বুধবার সকালে ট্রাইব্যুনাল-১ অভিযোগপত্র দুটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অপরদিকে, জেআইসিতে গুমের ঘটনায় এই দুইজনসহ ১৩ জনের বিরুদ্ধে আরও পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD