হাসিনার বিরুদ্ধে মামলায় শেষ হয়েছে যুক্তিতর্ক

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে এবং আগামীকাল (বৃহস্পতিবার) রায়ের দিন ঘোষণা করা হবে।
তিনি বলেন, “রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে পূর্ণাঙ্গ ও সত্য প্রকাশ ঘটেছে বলে আমরা বিশ্বাস করি।”
মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল নিজস্ব আইনজীবী নিয়োগ না করায় আদালত তাদের পক্ষে আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিযুক্ত করে।
বিজ্ঞাপন
আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তিতর্কে বলেন, “যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের দাবিতে ছিল, সেটি ছিল ন্যায্য ও সাংবিধানিক অধিকার। কিন্তু আন্দোলন সরকার পতনের দিকে মোড় নেওয়ায় তা অবৈধ হয়ে পড়ে।”
তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তাই তাদের নিঃশর্ত খালাস প্রাপ্য।”
বিজ্ঞাপন
রায়ের দিন ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার।








