Logo

১৫ সেনা কর্মকর্তার মামলায় নাটকীয় মোড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৬:৩২
567Shares
১৫ সেনা কর্মকর্তার মামলায় নাটকীয় মোড়
ছবি: সংগৃহীত

টিএফআই–জেআইসি সেলে গুম, খুন ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়ছিলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তবে হঠাৎই তিনি নিজেকে সেই মামলার আইনজীবী হিসেবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ-যাদের বিরুদ্ধে তিনি নিজেই একসময় গুমের অভিযোগ করেছিলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন তাঁদের একজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সরোয়ার বলেন, “আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।”

ট্রাইব্যুনাল-সংক্রান্ত সূত্র জানায়, টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম, নির্যাতন ও হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন সেই কর্মকর্তা, যার বিরুদ্ধে ব্যারিস্টার সরোয়ার একসময় অভিযোগ করেছিলেন। স্বার্থের সংঘাত এড়াতে তিনি মামলার আইনজীবীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন, যিনি নিজেও একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

এর আগের দিন, বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ওই ১৫ কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন তিনি। পরদিনই জানালেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী সপ্তাহে নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD