Logo

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৪:৫০
8Shares
শেখ হাসিনার ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন। রাজধানীর নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে শুরু হওয়া মিছিলটি পরে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্ষোভ মিছিলে কয়েক শত আইনজীবী অংশ নেন।

এ সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুকসহ অন্যান্য আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে এই দাবি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD