Logo

আত্মসমর্পণের পর জামিনে মুক্ত অভিনেত্রী মেহজাবীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৮:৪২
আত্মসমর্পণের পর জামিনে মুক্ত অভিনেত্রী মেহজাবীন
মেহজাবীন চৌধুরী । ছবি: সংগৃহীত

পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম। তিনি জানান, জামিন শুনানিটি বিচারকের খাস কামরায় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ নভেম্বর একই আদালত মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন চৌধুরী তাকে নতুন একটি পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। তবে টাকা নেওয়ার পর দীর্ঘদিন ব্যবসা শুরু না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন তিনি ও তার ভাই।

বিজ্ঞাপন

পাওনা টাকা ফেরত চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্তোরাঁয় ডেকে বাদীকে গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানা গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

পরবর্তীতে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD