গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে—রবিবার (১৬ নভেম্বর) দুপুর থেকে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
দাবি করা হয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন। মামলার বাদী আমিরুল ইসলামও সাংবাদিকদের কাছে পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন। তার অভিযোগ, দুই ভাইবোন মিলে তার কাছ থেকে ২৭ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নিয়েছেন।
তবে এসব খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন মেহজাবীন। একই দিন দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত সংবাদ ছড়ানো হচ্ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করবেন না।’
তার পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা অভিনেত্রীর প্রতি সমর্থন জানাতে শুরু করেন। অনেকেই মন্তব্য করে জানান, মেহজাবীনের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর সংবাদ বন্ধ হওয়া উচিত।
বিজ্ঞাপন
এদিকে অনুসন্ধানে জানা যায়, মেহজাবীনের ছোট ভাই আলিসান চৌধুরীই মামলায় উল্লেখিত আলিসান। ২০১৬ সালে ভাইয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টও করেছিলেন মেহজাবীন।
মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে আমিরুল ইসলামকে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। এ কথায় বিশ্বাস করে আমিরুল নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন। কিন্তু ব্যবসা শুরু না করায় তিনি কয়েক দফা পাওনা টাকা চাইতে গেলে কালক্ষেপণ করা হয় বলে অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন ও ভবিষ্যতে বাসার সামনে গেলে “মেরে ফেলার” হুমকি দেন। পরে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।
বিজ্ঞাপন
এরপর ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আমিরুল ইসলাম।
আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য থাকলেও দুই আসামি উপস্থিত না হওয়ায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন আদালত। ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সেই পরোয়ানা জারি হয়।
গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।








