ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, মামলাটির সংবেদনশীল প্রকৃতি এবং বর্তমান জাতীয় পরিস্থিতি বিবেচনায় আদালতপাড়া এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় আগামীকাল সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার সময়ও একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের অনুরোধ জানায়। সেই অনুযায়ী সেদিন ট্রাইব্যুনাল এলাকা এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।
দেশের সার্বিক রাজনৈতিক উত্তেজনা, সংবেদনশীল রায় এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই আগামীকাল আদালতপাড়ায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাসদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








