Logo

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে সংরক্ষিত থাকবে ৮৫০১টি পদ: হাইকোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:২০
10Shares
৪৩তম বিসিএসের নন-ক্যাডারে সংরক্ষিত থাকবে ৮৫০১টি পদ: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের নন-ক্যাডার ৮৫০১টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ আসে ৪৩তম বিসিএস পরীক্ষার ৭৭৩ জন প্রার্থীর দায়ের করা রিটের ওপর শুনানি শেষে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই নির্দেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, এবং সহকারী হিসেবে ছিলেন আইনজীবী নাঈম সরদার ও আশরাফুল করিম সাগর। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

বিষয়টি সম্পর্কে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জানান, ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট পূর্বে রুল জারি করেছিলেন। একই সঙ্গে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শূন্যপদগুলো ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে পূরণের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছিল।

২০২৫ সালের মে মাসে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নন-ক্যাডার পদগুলোর সমন্বয় করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮৫০১টি পদে ৪৩তম বিসিএসের প্রার্থীদের মধ্য থেকে সুপারিশ করার জন্য পিএসসিকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই পদগুলোর কিছু অংশ ৪৪তম বিসিএসের প্রার্থীদের জন্য পুনরায় বরাদ্দ করা হয়।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে ৪৩তম বিসিএসের ৭৭৩ জন প্রার্থী আদালতে আবেদন করেন, যাতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৮৫০১টি নন-ক্যাডার পদ তাদের জন্য সংরক্ষিত থাকে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আবেদনকারীদের পক্ষে নির্দেশ দেন।

রিট মামলার বাদী ছিলেন ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৫০০ জন প্রার্থী, পরে আরও ২৭৩ জন আবেদনকারী যুক্ত হন। আদালতের এই আদেশের ফলে এই প্রার্থীদের চাকরির অধিকার রক্ষা পাবে এবং ৮৫০১টি পদ সংরক্ষিত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD