Logo

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতার হাইকোর্টে জামিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৬:৪৬
স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতার হাইকোর্টে জামিন
ছবি: সংগৃহীত

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞা–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি জানান, পারিবারিক শোকাবস্থার বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত জামিন মঞ্জুর করেছেন।

বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি রয়েছেন সাদ্দাম। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না মেলায় পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের গেটে নিয়ে যান।

বিজ্ঞাপন

কারা সূত্র জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টার দিকে কারাগারের সামনে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সসহ পরিবারের ছয়জন নিকটাত্মীয়কে জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সংক্ষিপ্ত সময় অবস্থানের পর তাদের বের হয়ে যেতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্বজনরা দুটি মাইক্রোবাসে করে কারাগারের সামনে আসেন। বাইরে অপেক্ষমাণ স্বজনদের কান্নায় সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী–র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থানে পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিম–এর মরদেহ।

পুলিশ ও পারিবারিক সূত্রের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদ থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করে থাকতে পারেন। প্যারোল না দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD