কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বেরের মনোনয়ন বৈধ: হাইকোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের এই রায়ের ফলে নির্বাচনে অংশগ্রহণের পথে থাকা আইনি জটিলতা কেটে গেছে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন।
আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী মিজানুর রহমান।
বিজ্ঞাপন
শুনানি শেষে আদালত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন, যার ফলে প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তার অবসান হয়।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে আদালত তার পক্ষে রায় দেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত হলো।
বিজ্ঞাপন
কুমিল্লা-১০ আসনটি নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। হাইকোর্টের এই আদেশে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের ধারণা। আইনি বাধা কাটায় এখন তিনি পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।








