Logo

হাইকোর্টেও স্বস্তি পেলেন না গফুর ভূঁইয়া, কুমিল্লা-১০ আসনে ভোটের দৌড় শেষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ১৬:০২
হাইকোর্টেও স্বস্তি পেলেন না গফুর ভূঁইয়া, কুমিল্লা-১০ আসনে ভোটের দৌড় শেষ
গফুর ভূঁইয়া | ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা তার রিট আবেদন খারিজ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে প্রার্থিতা বাতিলের অভিযোগ উত্থাপনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত ২০ জানুয়ারি নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

এরও আগে, ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা বাতিলের রায় দেয়। এ বিষয়ে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে ১৮ জানুয়ারি বিকেলে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে, যা পরবর্তীতে হাইকোর্টেও বহাল থাকল।

এই আদেশের ফলে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD