Logo

ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ১২:২৭
ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ এক গুরুত্বপূর্ণ আদেশ দিতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে।

বিজ্ঞাপন

এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর সঙ্গে একই মামলায় অভিযুক্ত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, সহিংসতায় উসকানি এবং নির্দেশনা দেওয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তারা।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এই মামলার সব আসামিই বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, একই দিনে জুলাই আন্দোলনের সময় আবু সাঈদ হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

অন্যদিকে, ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের আলোচিত ‘জাহাজ বাড়ি’ অভিযানের ঘটনায় দায়ের করা মামলাটিও আজ ট্রাইব্যুনালে আলোচনায় আসে। ওই ঘটনায় জঙ্গি সন্দেহে ৯ তরুণকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকসহ সংশ্লিষ্ট অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD