Logo

আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১১:০৬
আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানিয়েছে, এদিন প্রসিকিউশন মামলার অবশিষ্ট যুক্তি, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ এবং আইনি বিশ্লেষণ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরবে।

এর আগে ২২ জানুয়ারি দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত, নথিপত্র ও অন্যান্য প্রমাণাদি আদালতে উপস্থাপন করেন। প্রসিকিউশনের দাবি, এসব প্রমাণে অভিযুক্তদের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে। ওই দিনের শুনানি শেষে আদালত আজ পর্যন্ত কার্যক্রম মুলতবি রাখেন।

বিজ্ঞাপন

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলার এ ধাপ শুরু হয়। টানা এ পর্ব শেষ হলে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে অগ্রসর হবে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়েছে। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ৩০ জনের মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার আছেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বিজ্ঞাপন

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ বাকি ২৪ জন আসামি পলাতক রয়েছেন। পলাতকদের পক্ষে আইনি সহায়তার জন্য রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তদন্ত সংস্থা ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD