Logo

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৭
হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে ঘিরে আইনি লড়াই এখন আপিল বিভাগে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

জানা গেছে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার এ বিষয়ে প্রাথমিক শুনানি শেষে চেম্বার জজ আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা মুন্সীর রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। গত বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

অন্যদিকে, একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরদিন হাইকোর্টে রিট করেন মুন্সী, যা খারিজ হওয়ায় এখন বিষয়টি আপিল বিভাগে গড়িয়েছে।

বিজ্ঞাপন

এই আপিলের শুনানির ফলাফলের ওপরই কুমিল্লা-৪ আসনের প্রার্থিতা নিয়ে পরবর্তী আইনি অবস্থান নির্ধারিত হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD