Logo

হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৪ দিন পেল সিআইডি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৮:৫২
হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৪ দিন পেল সিআইডি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন করে চার দিন সময় বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) ছিল তদন্ত প্রতিবেদন জমার দিন। তবে তদন্ত কর্মকর্তা সময়মতো প্রতিবেদন প্রস্তুত করতে না পারায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেন।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ইতোমধ্যে তিনবার পিছিয়েছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সিআইডিকে ২৯ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

মামলার শুরুতে গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করলেও পরে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তারা তদন্তের দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

মামলার অগ্রগতির অংশ হিসেবে গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়।

অভিযোগপত্রে প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের নাম উল্লেখ করা হয়েছে। তার নেতৃত্বে সহযোগীরা হত্যাকাণ্ডে অংশ নেয় বলে তদন্তে উঠে এসেছে।

বিজ্ঞাপন

ডিবির তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফয়সাল আহমেদ জানিয়েছেন, আসামিদের রাজনৈতিক পরিচয় ও হাদির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করা এবং ভোটারদের মধ্যে ভীতি তৈরি করাও হামলার অন্যতম লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগপত্রভুক্তদের মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জন রয়েছেন। এদের মধ্যে পাঁচজন এখনো পলাতক।

অন্যদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে আদালতে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

বিজ্ঞাপন

পরদিন ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়।

ঘটনার পর ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যু হলে সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD