Logo

অবশেষে কারাগার থেকে মুক্তি পেল ছাত্রলীগের সেই সাদ্দাম

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৮ জানুয়ারি, ২০২৬, ২১:৪৪
অবশেষে কারাগার থেকে মুক্তি পেল ছাত্রলীগের সেই সাদ্দাম
ছবি: সংগৃহীত

বাগেরহাটের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম, যিনি স্ত্রী ও সন্তান মৃত্যুর শোকে ছিল, হাইকোর্টের জামিন আদেশে মুক্তি পেয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিজ্ঞাপন

এই বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আসিফ উদ্দীন।

সাদ্দামের জামিনের আবেদন মানবিক বিবেচনায় গত সোমবার হাইকোর্টের ডিভিশন ফৌজদারি বেঞ্চ মঞ্জুর করেন। সাদ্দাম ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালী ও ৯ মাস বয়সী সন্তান নাজিমের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বিষন্নতার কারণে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন।

২৪ জানুয়ারি প্যারোল না পাওয়ায় মৃত স্ত্রীর ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষ অনুমতি দেন, এবং সন্ধ্যা ৭টার দিকে সাদ্দামকে মাত্র ৫ মিনিটের জন্য মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে গণমাধ্যমকর্মীরা সাদ্দামের মুক্তি সম্পর্কে অপেক্ষা করেন। কারা কর্তৃপক্ষ কোনো তথ্য না দেওয়ায় সাংবাদিকরা হতাশ হন।

সন্ধ্যায় সিনিয়র জেল সুপার আসিফ উদ্দীন জানান, দুপুরে সাদ্দামের মুক্তি হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে তাকে ছাড়া করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD