Logo

হাইকোর্টে রিট খারিজ, কালই ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৩
হাইকোর্টে রিট খারিজ, কালই ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) এই পরীক্ষা আয়োজনকে আর কোনো আইনি বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন রিট দায়েরকারী শিক্ষার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল।

বিজ্ঞাপন

জালাল আহমদ বলেন, পিএসসির চেয়ারম্যানকে দেওয়া স্মারক নম্বরবিহীন ভুয়া চিঠির ভিত্তিতে রিটটি আটকে ছিল। গত ২০ জানুয়ারি আমরা পিএসসির চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো জবাব আসেনি। অথচ আদালতে পিএসসি একটি চিঠি জমা দিয়েছে, যেটিতে বলা হয়েছে ২২ জানুয়ারি চেয়ারম্যান জবাব দিয়েছেন। কিন্তু সেই চিঠিতে কোনো স্মারক বা মেমো নম্বর নেই এবং আমি কোনো চিঠি পাইনি।

রিটটি গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চার শিক্ষার্থী দায়ের করেন। এতে জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, পিএসসি সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

রিটে দাবি করা হয়েছিল, ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য ২০ জানুয়ারি দেওয়া রিপ্রেজেন্টেশন বা স্মারকলিপি নিষ্পত্তি না করার বিষয়টি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া, হাইকোর্টে রুল থাকাকালীন ২৬ নভেম্বর জারি করা সার্কুলারের মাধ্যমে নির্ধারিত ৩০ জানুয়ারির পরীক্ষা স্থগিত করার আবেদন করা হয়েছিল। পাশাপাশি ৩০ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনঃনির্ধারণের নির্দেশনারও আবেদন করা হয়।

হাইকোর্টের রিট খারিজের পর পিএসসি সূত্রে জানানো হয়েছে, ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল স্বাভাবিক সময়ে অনুষ্ঠিত হবে। পিএসসি পরীক্ষা কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD