ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার রানিহাটী বাজারে থ্রি হুইলার (মাহিন্দ্রা) আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় নিহত হন ২ জন, আহত হয় আরও ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।
নিহতরা হলেন, মাহেন্দ্র চালক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার হানিফ (৩০), ট্রাকের হেলপার একই উপজেলার কানসাটের বিশ্বনাথ পুর এলাকার বাবুল শাহার ছেলে জয়দেব শাহ (৩২)।
ওসি মোযাফফর জনবাণীকে জানান, রানীহাটি বাজারের সামনে ট্রাক আর থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলার আওতাধীন হলেও সদর থানার কাছাকাছি হওয়ায় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন দুইজন মারা যান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
এসএ/