জাতির পিতার সমাধিতে আনসার-ভিডিপি’র নতুন মহাপরিচালকের শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
বুধবার (২৭ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের এবং বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুন এর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, এনডিসি, পরিচালক (ঢাকা রেঞ্জ), গোপালগঞ্জ আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসএ/