গত এক বছরে গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০২ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


গত এক বছরে গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনা একসূত্রে গাঁথা। স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন এমন একটি সংবিধান গড়ে তোলার লক্ষ্য আমাদের, যেখানে আর কোনো মা-বোনকে স্বামী বা সন্তানের জন্য রাত জেগে অপেক্ষা করতে হবে না, কোনো কার্টুনিস্টকে জেলে প্রাণ হারাতে হবে না।


তিনি দাবি করেন, গত এক বছরে দেশে একটি গুমের ঘটনাও ঘটেনি। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: এএসপি পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা


অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অতীতে ৩০ হাজার মানুষকে গুম করা হয়েছে। এ ধরনের অপরাধের বিচার হবে এবং যাদের সম্পৃক্ততা আছে, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি যোগ করেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও ভোটাধিকারের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।


তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে ১৫ শতাধিক মানুষ শহীদ হয়েছেন, ৩০ হাজারের বেশি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন এবং গত ১৭ বছরে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় ৬০ লাখ মানুষ রাজনৈতিক মামলার শিকার হয়েছেন, যার অধিকাংশ মামলা দায়ের করেছে পুলিশ।


এএস