দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে সরকারের বিশেষ নির্দেশনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০১ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে সরকারের বিশেষ নির্দেশনা
ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নানা নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


তিনি জানিয়েছেন, পূজা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। রাজধানীতে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এক লাইনে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে সম্পৃক্ততার গুজব প্রত্যাখ্যান করল সেনাবাহিনী


সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে।


তিনি বলেন, এবার পূজা ঘিরে কোনো হুমকির আশঙ্কা নেই। সারাদেশেই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: ক্যাসিনো ব্যবসা: আলোচিত সেলিম প্রধানের রেস্টুরেন্টে ছাত্র-জনতা


নিরাপত্তায় বিশেষ অ্যাপ ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে যেকোনো ঘটনা জানানো যাবে। পাশাপাশি পূজামণ্ডপ এলাকায় যে মেলা বসে সেখানে মাদক সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা আসার পর এ সংখ্যা আনুমানিক ৩৩ হাজার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এএস