ডাকসু নির্বাচনে সম্পৃক্ততার গুজব প্রত্যাখ্যান করল সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৬ এএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে সেনা সদর দপ্তর।
রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ বা সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। এর আগে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ক্যাসিনো ব্যবসা: আলোচিত সেলিম প্রধানের রেস্টুরেন্টে ছাত্র-জনতা
সেনাবাহিনী অভিযোগ করেছে, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে, যা নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। এ ধরনের অপপ্রচার সামগ্রিক নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়, এ প্রত্যাশা করছে সেনাবাহিনী। পাশাপাশি এ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যও একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এএস