বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কৃষক শ্রমিকের মুখে হাসি ফোঁটানো: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতিতে স্বাক্ষর রেখেছিলেন। কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটোনো ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন। বঙ্গবন্ধু আরো বলেছিলেন, ভিক্ষুকের জাতির কোন সন্মান নেই। আমরা আত্মনিভর ও মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।”
বুধবার (২৭ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে কৃষকলীগ আয়োজিত পঞ্চগড় জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন খাদ্য ছিলনা,বাসস্থান ছিলনা, গ্রামে গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তখন বিদেশী সাংবাদিকরা বঙ্গবন্ধুকে বলেছিলেন, এদেশে তো কিছু নেই। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মানুষ আছে মাটি আছে‘ বঙ্গবন্ধু বলেছিলেন আমি যে স্বপ্ন আমি সারাজীবন দেখেছি তা আমি বাস্তবায়ন করতে পারবো। আপনারা দেখেছেন স্বাধীনতার পরে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। একশো বিঘা পর্যন্ত জমির যে সিলিং করেছিলেন সমস্ত খাস জমি বঙ্গবন্ধু কৃষকদের জন্য বন্টনের ব্যবস্থা করেছিলেন। কো-অপারেটিভের মাধ্যমে কৃষি ব্যবস্থাকে আমূল পরির্বতনের জন্য বঙ্গবন্ধু সমস্ত পরিকল্পনা গ্রহন করেছিলেন।”
রেলপথমন্ত্রী আরো বলেন, “আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিডের সময় দুইটি মন্ত্রনালয় থেকে কোন অর্থ কাটছাঁট করেননি। একটি হচ্ছে কৃষি মন্ত্রনালয় ও একটি স্বাস্থ্য মন্ত্রনালয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও প্রধানমন্ত্রী বলেছেন, এক কাঠা জমিও যেন অনাবাদি না থাকে। অর্থাৎ আমরা খাদ্যে নির্ভরশীল।”
মন্ত্রী বলেন, “শুধু কৃষি পন্য উৎপাদন নয় এখন মাছ, মাংস, দুধ, ডিম প্রতিটি পণ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। কৃষি গবেষণায় প্রধানমন্ত্রী আজ অগ্রাধিকার দিয়েছেন। ভারত থেকে গরু আসলেই আমরা ক্ষতিগ্রস্ত হই। বঙ্গবন্ধু তাই আত্মনিভরশীল হওয়ার কথা বলেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আজ ঈর্ষন্বিয় উন্নয়ন অর্জন করেছি। তাই বঙ্গবন্ধু বলেছেন, কারো কাছে হাতপাতা নয়, আমরা যেনো নিজের পায়ে দাড়াতে পারি।”
জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাডভোকেট আজিজার রহমান আজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এম,পি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. আনোয়ার সাদত সম্রাট , মো. জাহ্ঙ্গাীর আলম সহ-সভাপতি বাংলাদেশ কৃষক লীগ ও আহবায়ক সমন্বয় কমিটি, রংপুর বিভাগ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আব্দুল লতিফ তারিন ও বিশ্বনাথ সরকার, বিটু যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ প্রমূখ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনায় ছিলেন মাসুদ করিম সদস্য সচিব জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি।
এসএ/