বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ৩ সচিবের শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াছমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. গোলাম সারওয়ার।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, গোপালগঞ্জ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সচিবগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে সচিবগণ গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে সেখানে তাদেরকে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা জজশীপের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এবং জেলা ম্যাজিস্ট্রেসী'র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া পৃথক পৃথকভাবে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আরএক্স/