দেশে ফিরলেন ৪১ হাজার ৬৮০ হাজি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দেশে ফিরলেন ৪১ হাজার ৬৮০ হাজি

পবিত্র হজ পালন শেষে ৪১ হাজার ৬৮০ জন হাজি দেশে ফিরেছেন।

সোমবার (১ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত মোট ১১৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৫ জন বাংলাদেশী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৭ জন।

ওআ/