বিল থেকে নারীর লাশ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিল থেকে নারীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের নন্দীর পাড়া গ্রামের ধানের বিল থেকে মোহসেনা আক্তার (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মোহসেনা আক্তার কক্সবাজার সদরের খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

পুলিশ সূত্র বলছে, ওই নারীকে হত্যা করে তার মরদেহটি নির্জন বিলে ফেলে গেছে হত্যাকারীরা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত পায়ের রক্তনালী কেটে দেয়া হয়েছে।

পেকুয়া থানার ডিউটি অফিসার মুজাম্মেল হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি ব্যাগ, মোবাইল, নগদ টাকা ও ছুরি জব্দ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।

এসএ/