গভীর সাগরে এক লাখ ইয়াবা নিয়ে মিয়ানমারের ৮ নাগরিক সহ আটক ৯
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বঙ্গোপসাগরের গভীরে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা নিয়ে মিয়ানমারের ৮ নাগরিক সহ ৯ জনকে আটক করেছে র্যাব ১৫। বৃহস্পতিবার (৪ আগষ্ট) ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে এ অভিযান চালানো হয়।
এতে আটকরা হলেন- টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার ওসমান গণির ছেলে জিয়াবুল হোসেন (২১), টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আমানের ছেলে আলী উল্লাহ (৫০), জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফজল আহমেদের ছেলে আবু তাহের (৪০), মিয়ানমারের আইক্যাপর মেহেরকুল এলাকার মো. শফিকের ছেলে মোঃ ইউনুস (৩৫), নূরে আলমের ছেলে বদি আলম (২৩), আমিন হোসেনের ছেলে এনামুল হাছান (২০), হাফেজ আহমদের ছেলে নূর মোহাম্মদ (২২), মাহমুদ হোসেনের ছেলে মোঃ রফিক (২১), সৈয়দ আহমেদের ছেলে মোঃ সাদেক (২২)।
বৃহস্পতিবার বিকালে র্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, র্যাব জানতে পারে সমুদ্রপথে অভিনব কায়দায় বড় বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে। গোয়েন্দা সূত্রে র্যাবের আভিযানিক দল নিশ্চিত হয় একটি সংঘবদ্ধ চক্র অবৈধ পন্থায় ডাঙ্গায় মোটা অংকের টাকা লেনদেন করবে এবং গভীর বঙ্গোপসাগরে ইয়াবার চালান হস্তান্তর করবে। এই মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় উত্তাল সমুদ্রের ভয়াবহতা উপেক্ষা করে র্যাবের আভিযানিক দলের সদস্যরা ছদ্মবেশে গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে এবং এক পর্যায়ে ইয়াবার চালান হস্তান্তর করার সময় হাতেনাতে পুরো চক্রটিকে আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এসএ/