করবস্থান থেকে ১৭ কঙ্কাল চুরির সত্যতা মিলেছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পীরডাঙ্গী গোরস্থান থেকে ১৭ টি কবর থেকে লাশের কঙ্কাল চুরি মামলা তদন্তের প্রথম ধাপে ৪ আগষ্ট বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কবরগুলো খুড়ে মোট ৮ টি কঙ্কাল চুরি যাওয়ার বিষয়টির সত্যতা পেয়েছে পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জনবাণীকে বলেছেন, “কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে মামলা হয়েছিল থানায়, আদালতের অনুমোদন সাপেক্ষে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে তদন্ত করা হয়েছে। ১৭ টি কবর কবর খুঁড়ে দেখা দেছে ৮ টি কবরের মধ্যে কঙ্কাল পাওয়া যায়নি,বাকি গুলোতে আছে।”
উল্লেখ্য, গত শুক্রবার রাতে পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ১৭ টি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগের উপস্থিতিতে কবরগুলো খুড়ে ৮ টি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে নিশ্চিত হয়েছে তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত এ ব্যাপারে কোন কিছু বলতে পারেননি।
এসএ/