নির্যাতন সইতে না পেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে স্বামীর পাশবিক নির্যাতন ও মারধর সইতে না পেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে সালেহা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) ভোরে উপজেলার রাধানগর গ্রামের আন্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো: সোহেল মিয়া। তিনি এলাহাবাদ গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি স্ত্রী সালেহা বেগম ও চার সন্তানকে নিয়ে রাধানগরের আন্দিরপাড় এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি পেশায় একজন শ্রমিক।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে বহুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর আগে থানায় একাধিক সালিশ হয়েছে। সালিশের মীমাংসা হলেও বাড়িতে গিয়ে পুনরায় ঝগড়া-বিবাদে জড়াতেন। স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী সালেহা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে সোহেল মিয়ার আর্তচিৎকার শুনে তার বাড়িতে গিয়ে দেখি পুরো বিছানা ও সোহেল মিয়ার পরিহিত লুঙ্গি রক্তাক্ত। পাশে উপুর হয়ে বসে আছেন আহত সোহেল মিয়া। পরে জিজ্ঞাসাবাদে সোহেল মিয়া তার গোপনাঙ্গ কাটার কথা জানালে এলাকাবাসী তার স্ত্রী সালেহা বেগমকে আটক করে পুলিশ তুলে দেয়। স্থানীয়রা সোহেল মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
থানায় স্ত্রী সালেহা বেগম জানান, “তার স্বামী সোহেল মিয়া তাকে পাশবিক নির্যাতন করতেন। ঘটনার সময় রাতে তুচ্ছ বিষয় নিয়ে তাকে নির্যাতন করেন। তাই তিনি বটি-দা দিয়ে পায়ের রানে কোপ দিয়েছেন। কিন্তু তারা (প্রতিবেশীরা) বলছে গোপনাঙ্গ কেটে গেছে।”
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, “আহত সোহেল মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৈয়ব আলী নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পেনাল কোডের ৩০৭/৩২৬ ধারায় একটি মামলা হয়েছে। ওই মামলায় স্ত্রী সালেহা বেগমকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।”
এসএ/