পুত্রের হাতে মা খুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


পুত্রের হাতে মা খুন

হবিগঞ্জের চুনারুঘাটে পুত্রের আঘাতে মা খুন হয়েছেন। নিহত সঞ্জিলা সাংমা (৬৫) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি গাঢ়টিলা এলাকার বাসিন্দা। 

পুত্র দ্রুবেশ সাংমাকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে পারিবারিক বিরোধের জের ধরে মা ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হলে দ্রুবেশ সাংমা তার মাকে থাপ্পড় দিলে মাটিতে পড়ে যায়। 

এরপর কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এলাকাবাসী শুক্রবার সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন। 

অভিযুক্ত দ্রুবেশ সাংমাকে আটক করা হয়। শুক্রবার বিকাল ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ।

আরএক্স/