‘পুলিশ সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। বিশৃঙ্খলা এড়াতে ওই রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণের বিক্ষোভ ধৈর্য সহকারে মোকাবিলা করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেছেন, ‘ডিএমপির সব সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কেউ ভাঙচুর বা অগ্নিসংযোগ না করা পর্যন্ত পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বিশেষ করে, মোটরসাইকেলের চালকরা ব্যাপক ক্ষুব্ধ। শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্যামলীতে একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ধরনের পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়, সেজন্য পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
আরএক্স/