১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

এখন থেকে ১৬ বছর পূর্ণ করলেই নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ১৬ বছর বয়সী নাগরিকদের নিবন্ধন করা হলে তাদের মৌলিক তথ্য আগে থেকেই সংরক্ষণ করা সম্ভব হবে। তবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর। তখন স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন।
আরও পড়ুন: নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
ইসি সচিব আরও জানান, অনেক ক্ষেত্রে ১৬ বছরের তরুণদের এনআইডি প্রয়োজন হয়। বিদেশে পড়াশোনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মতো কাজে পরিচয়পত্র দরকার হয়। কিন্তু এনআইডি না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার মুখে পড়ে। তাই ১৬ বছর বয়স থেকেই এনআইডি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন থেকে যার বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে, সে নিবন্ধনের আবেদন করতে পারবে। এর জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। তবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলবে কেবল ১৮ বছর পূর্ণ হওয়ার পর।
এএস