চিনের আচরণ উস্কানিমূলক দায়িত্বজ্ঞানহীন: হোয়াইট হাউস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চিনের আচরণ উস্কানিমূলক দায়িত্বজ্ঞানহীন: হোয়াইট হাউস

তাইওয়ানকে কেন্দ্র করে চিন বনাম আমেরিকা সংঘাতের রেশ ক্রমশ বাড়ছে। তাইওয়ানের চারপাশে জল পথ ও আকাশ পথে সামরিক মহড়া চালাচ্ছে লাল ফৌজ। বেজিংয়ের এই পদক্ষেপের নিন্দায় সরব হল হোয়াইট হাউস।

তাইওয়ানের চারপাশে চিন যে ভাবে সামরিক মহড়া চালাচ্ছে, তা ‌‌‌‍উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে সরব হয়েছে আমেরিকা,। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, ‘‘চিনের এ ধরনের কার্যকলাপে স্থিতাবস্থা বদল করার চেষ্টা চালানো হচ্ছে। ওদের আচরণ উস্কানিমূলক দায়িত্বজ্ঞানহীন।’’ হোয়াইট হাউসের তরফে আরও বলা হয়েছে, চিনা পদক্ষেপ তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতাবস্থা বজায়ের বিরোধী।

প্রসঙ্গত, শি জিনপিং সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করেই গত মঙ্গলবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে পা রাখেন আমেরিকার হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তাইপেইয়ের শোংশান বিমানবন্দরে ন্যান্সির বিমান অবতরণের সময় নিরাপত্তার স্বার্থে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। তাইপেইয়ে ন্যান্সির সফরের পর থেকেই তাইওয়ানের চারপাশে ‘সর্ববৃহৎ’ সামরিক মহড়া শুরু করেছে বেজিং।

পশ্চিমী সংবাদ মাধ্যমের দাবি, তাইওয়ানের মোট ৬টি বড় বন্দরকে নিশানা করছে চিন। রাজধানী তাই পেইয়ের পাশাপাশি উত্তরের কিলুং, পশ্চিমের সুয়াও এবং হুয়ালিয়েন, দক্ষিণ তাইওয়ানের কাও শিয়ুং এবং পূর্বের তাইচুয়াং বন্দর রয়েছে এই তালিকায়। অভিযোগ, তাইওয়ানকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে চিন। যার অভিঘাত এসে পৌঁছেছে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও।


সূত্র: আনন্দ বাজার

আরএক্স/