৪৬৮ হজযাত্রী বহনকারী বিমানে আগুন, জরুরি অবতরণ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪


৪৬৮ হজযাত্রী বহনকারী বিমানে আগুন, জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

মাদিনাগামী ইন্দোনেশিয়ার একটি হজযাত্রীবাহি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি দ্রুত অবতরণ করে। বিমানটিতে হজযাত্রীসহ ৪৬৮ জন যাত্রী ছিল।


বুধবার (১৫ মে) ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার জানিয়েছে, বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে মদিনার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।


আরও পড়ুন: দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন


এক বিবৃতিতে গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, ‘বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন লাগে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন।’


বিমানটিতে ৪৫০ জন যাত্রী ছাড়াও ১৮ জন ক্রু ছিলেন। তবে তাদের কেউই হতাহত হননি। ইরফান জানিয়েছেন বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা বিমানটিকে।


আরও পড়ুন: ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের পরই এটিতে আগুন ধরে যায়। খবর গালফ নিউজ


জেবি/এজে