ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪


ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী তেল আবিবে অবস্থিত ‘হাসোমের’ নামে একটি ঘাঁটিতে এই ঘটনা ঘটে।


মঙ্গলবার (১৪ মে) ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।


আরও পড়ুন: এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ


প্রতিবেদনে বলা হয়, ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয়। তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটি জানায়, আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে।


তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হল সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।


আরও পড়ুন: কুমিরের সাথে লড়াই করে বোনকে বাঁচালো তরুণী, পাচ্ছেন রাজকীয় সম্মাননা


ক্রাইসিস২৪ নামের অপর এক গণমাধ্যমকে জানায়, আগুনে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।


তবে আগুন লাগার কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-মায়াদিন


জেবি/এসবি