গাছ আলু চাষে ব্যাপক উৎসাহিত সাদুল্লাপুরের কৃষকরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাছ আলু চাষে ব্যাপক উৎসাহিত সাদুল্লাপুরের কৃষকরা

গাইবান্ধার সাদুল্লাপুরে গাছ আলু (মেটে আলু) চাষে ব্যাপক উৎসাহ হয়ে উঠেছে কৃষকরা। স্বল্প খরচে অল্প সময়ে সাথী ফসল হিসেবে কৃষকদের কাছে স্থান পেয়েছে গাছ আলু। 

সাদুল্লাপুর কৃষি কর্মকর্তা মতিউল আলম জনবাণীকে জানান, ‍“সাদুল্লাপুর উপজেলার ৫ টি ইউনিয়নে ২৫০ হেক্টর জমিতে বর্তমানে গাছ আলু চাষ করা হয়েছে। বিশেষ করে ফরিদপুর, ভাতগ্রাম, ইদিলপুর, ধাপেরহাট ও রসুলপুর ইউনিয়নে ব্যাপক গাছ আলুর চাষ করেছেন কৃষকরা। এ আলু চাষে বাড়তি কোন সার লাগেনা এবং তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় স্বল্প পরিশ্রমে অধিক মুনাফা পাওয়ায় এ এলাকায় কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে যথেষ্ট অবদান রেখেছেন। ইতিপূর্বে যে সকল জমিতে বিভিন্ন ফসল চাষ ছিল সেই ফসলের মধ্যেই সাথী ফসল হিসেবে আলুর বীজ রোপন করা হয়। ওই সকল ফসলের পাশাপাশি গাছ আলু বড় হতে থাকে। 

তিনি আরো বলেন, ৬/৭ মাসের মধ্যেই উক্ত জমিতে আলু উঠানো শুরু হয়। প্রতিটি আলু ১ থেকে ৫ কেজি ওজনের হয়ে থাকে। প্রতি কেজি আলু ২০-৩০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। চাহিদা অনুযায়ী কৃষকরা ভালো দামে আলু বিক্রি করতে পারে। বাজারে এ আলুর ব্যাপক চাহিদাও রয়েছে। অপরদিকে আলুর গোটা বীজ হিসেবেও অনেক চাহিদা রয়েছে। এ আলু বাজারে সবজির ঘাটতি পূরণ করে ও আইরন ফসল হিসেবে সচেতন মানুষের হৃদয়ে স্থান পেয়েছে “

এসএ/