বশেমুরকৃবি'তে হাল্ট প্রাইজ ২০২৫-এর জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে। সামাজিক উদ্যোগের এই প্রতিযোগিতা তরুণদের উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক ধারণা তৈরিতে অনুপ্রাণিত করে, যা বিশ্বব্যাপী সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: টাঙ্গাইলের ‘দৈনিক জনবাণী’ পত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের মতবিনিময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
এছাড়াও উপদেষ্টা হিসেবে ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন ও আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ডটি আইকিউএসি'র পরিচালনায় এবং আইটি সোসাইটিসহ আয়োজনে অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনটি পরিচালনা করেন ক্যাম্পাস ডিরেক্টর রুদ্রনীল মন্ডল এবং তার সম্পূর্ণ সংগঠক দল । এই বছর হাল্ট প্রাইজের ৫ম মৌসুমে ৩১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
আরও পড়ুন: প্রিয়ম কাঁচপুরী’র জন্মদিনে দুঃস্থদের কম্বল উপহার
প্রথম রাউন্ডে ১৪টি দল বাছাই করা হয় এবং চূড়ান্ত পর্বে ৫টি সেরা দল নিজেদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে। দুই ধাপের মূল্যায়নের পর "টিম স্ট্রোভা" চ্যাম্পিয়ন হয় এবং "আর্কিফ্লেক্স" রানার-আপ হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে অংশগ্রহণকারী দলগুলোর উদ্যোগকে প্রশংসা করেন এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগকে আরও বিকশিত করার আহ্বান জানান।
তিনি বলেন, "শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী ভাবনা ভবিষ্যতের বিশ্ব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জনে সহায়ক হবে। "অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন। বিজয়ী দল আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে, যা ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। বশেমুরকৃবি'তে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যেখানে শিক্ষার্থীরা তাদের সম্ভাবনা উন্মোচন করতে পারবে এবং নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসতে পারবে বলেও ভাইস-চ্যান্সেলর বক্তৃতায় তুলে ধরেন। হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন, যেখানে তরুণরা বিশ্বকে বদলানোর স্বপ্ন দেখে। উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো একটি বিশ্বব্যাপী উদ্যোক্তা প্রতিযোগিতা যা তরুণদের উৎসাহিত করে সামাজিক পরিবর্তন আনতে নতুন ও উদ্ভাবনী ব্যবসায়িক মডেল তৈরি করবে। এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর লক্ষ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সমস্যা সমাধান করার জন্য তরুণদের নেতৃত্বে উদ্যোগ গড়ে তোলা।
আরএক্স/