পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
“মহীয়সী বঙ্গমাতার চেতনা; অদম্য বাংলাদেশের প্রেরাণা” এ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
সোমবার (৮ আগষ্ট) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে মহাসচিব (গ্রড-১) সাহানা আরা বানুর সভাপতিত্বে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে সাহানা আরা বানু বলেন, “তিনি শুধু জাতির পিতার সহধর্মিণীই ছিলেন না, বাঙালির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে তাঁকে সক্রিয় সহযোগিতা করেছেন; বঙ্গবন্ধু শেখ মুজিবের দৃঢ় চেতনাকে আরও শাণিত করেন।”
তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অধিদপ্তরের সকল পরিচালক এবং প্রোগ্রাম ম্যানেজারসহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সকল বিভাগীয় পরিচালকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতার আমৃত্যু সঙ্গী, বাংলার মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বঙ্গবন্ধু তাকে এ নামেই ডাকতেন। তার পিতার নাম শেখ জহুরুল হক এবং মাতার নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। মহীয়সী এই নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহিদ হন।
এসএ/