জাতির পিতার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে যাচ্ছেন: পাটমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাতির পিতার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে যাচ্ছেন: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‍“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জা‌তি‌কে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমা‌দের‌কে পাকিস্তানের গোলাম হয়ে থাকতে হ‌তো। পাকিস্তান আমলে আমাদের কোনো উন্নয়ন ছিলো না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার (১০ আগষ্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ১০ টি স্থা‌নে আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

‘বিএনপি-জামায়াত জোট একসময় যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সন্ত্রাস ও গডফাদারদের রাজত্ব কায়েম করেছে’ বাংলা‌দে‌শের জনগণ তা ভুলে যায়নি উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, “বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন পদ্মা সেতু। তিনি বেঁচে থাকলে দে‌শের উন্নয়ন হবে। আগামী নির্বাচনে বিএন‌পি-জামায়াত জোট নানা কথা বলবে। আমরা বলবো উন্নয়ন দেখে ভোট দেবেন। কাজ দেখে ভোট দেবেন। কারও কথায় বিচলিত হবেন না। বিএনপি ক্ষমতায় থেকে কি করেছে? ওরা খালি চাপাবাজি করে। চাপাবাজ থেকে সাবধান থাকবেন। কারও চেহারা দেখে ভুলে যাবেন না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভোট দেবেন উনার উন্নয়ন দেখে। আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সবাই মিলে আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোটকে বিতারিত করবো। জন‌নেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবো। সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।”

মন্ত্রী ব‌লেন, “বিএন‌পি-জামায়াত জোট বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে চায়। আজ বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তি‌নি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশকে ধাপে ধাপে এমন এক জায়গায় নিয়ে গেছেন যা বিশ্বের মানুষের কাছে এক উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে প্রতিষ্ঠিত, যার সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সব সময় কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর যে চেষ্টা করছে আমরা কখনই সেটা করতে দিব না। বিএনপি’র সকল ষড়যন্ত্রকে দেশের মানুষ আর সমর্থন করেনা। তাই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়ার পথ আরও শক্তিশালী করতে হবে।”

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা‌বেক সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া'র সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌কামরুল হাসান তুহিন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সা‌বেক সভাপ‌তি ফারুক হাসান, উপ‌জেলা আওয়ামীলীগের সা‌বেক কার্যকরী সদস্য আবুল কালাম ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আল আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন কুমার ঘোষ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন ম‌হিলালীগের সভাপতি রেখা বেগম, সাধারন সম্পাদক  মাসুদা বেগম সহ অনেকে।

এসএ/