নড়াইলে এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নড়াইলে এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি’র মধ্যে ছিলো ‘নড়াইলে সুলতান স্মৃতিসংগ্রহশালা চত্বরে কোরআনখতম, শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, সুলতান প্রামাণ্যচিত্রের উদ্বোধন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’। 

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী এস এম সলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এসএ/