গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ৪, আহত ৯
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ৪ জন গুলিবিদ্ধ সহ মোট ৯ জন আহত এবং ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
পরে আহত জাকির শরীফ বাদী হয়ে ২৩ ব্যক্তিকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা গেছে, গত ১৪ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী চক্রের নেতা ও সদস্য রঞ্জুর নেতৃত্বে জনৈক ইউটিউব চ্যানেলের সাংবাদিক সোহান শরীফ (২৩) কে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে।
এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজনরা জাকির শরীফ, নাসির শরীফ, জগলু শরীফ সহ ১০/১২ জন বিষয়টি জানার জন্য গেলে সন্ত্রাসীরা তাদের ধাওয়া করলে নিরুপায় হয়ে জাকির শরীফ সহ ১০/১২ জন আয়াত আলী শরীফের বাড়িতে আশ্রয় নেয়।
সন্ত্রাসীরা ঐ বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাাট করে এবং অবৈধ অস্ত্র দিয়ে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে। এতে ৪ জন গুলিবিদ্ধ সহ ৯ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।
মামলার ২৩ আসামীর মধ্যে রফিকুল ইসলাম কিসলু শরীফ ও ইমন শরীফ বাদে সকলে আদালতে হাজির হয়ে জামিনে ছাড়া পায়। জামিনে মুক্তি পেয়ে সন্ত্রাসীরা বাদী জাকির শরীফের পরিবার ও স্বজনদের হত্যার হুমকি দিচ্ছেন। বাদী এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানাগেছে।
আরএক্স/